Posts

Showing posts from October, 2017

সময় গেলে সাধন হবে না (somoy gele sadhon hobe na)

সময় গেলে সাধন হবে না দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে ।। কি হবে আর বাঁধা দিলে মোহনা শুকনা ...

যেখানে সাঁইর বারামখানা (Jekhane shair baramkhana)

শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা ।। যেখানে সাঁইর বারামখানা যা ছুঁইলে প্রাণে মরি এ জগতে তাইতে তরী বুঝেও তা বুঝতে নারী কীর্তিকর্মার কি কারখানা । আত্নতত্ত্ব যে ...

পরিচয়- (Porichoy by Baul)

দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে খাঁচার পাখি কখন কি আর মনের পাখি হয় ? তোমার আমার এই পরিচয় সত্যি কি আর হয়। কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া অবাক আলোয় বনের ...

শুয়াচান পাখি (shuachan pakhi)

শুয়াচান পাখি আমার শূয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।। তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে নীরব মেলো দুটি আঁখি।। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, ত...

আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে - Amay dubailira amai vasailira (PolliGiti)

উথালি পাথালি আমার বুক…আমার, মনেতে নাই সুখরে… আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে… আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে অকুল দরীয়ায় বুঝি কুল ন...

সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে (sei rel line er dhare)

সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে,ঘরে ফিরবে কবে ফিরবে,নাকি ফিরবে না । দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে স...

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা (dhono dhanne pushpe vora)

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রা...

তীরহারা এই ঢেউয়ের সাগর (tirhara ei dheoer sagor)

তীরহারা এই ঢেউয়ের সাগর, পাড়ি দিব রে আমরা ক’জন নবীন মাঝি হাল ধরেছি রে।। জীবন কাটি যুদ্ধ করি প্রাণের মায়া সাঙ্গ করি জীবনের সাধ নাহি পাই।। ঘর-বাড়ির ঠিকানা নাই দিন-রাত্রি জান...

মাঝি নাও ছাইরা দে (majhi nao charaiya de)

মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে গা-রে মাঝি গা কোন গান।। একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীতে রে সেদিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবে না বলে- ও মাঝি রে, ও কলের নৌকা কা...

আমি বাংলায় গান গাই (ami banglay gaan gai)

আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বা...

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি (mora ektu ful ke bachabo bole juddho kori)

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা। যে দেশের নীল অম্বরে ...

তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল (takhdhum takhdhum bajai Bangladesher dhol)

তাকডুম তাকডুম বাজাই আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল বাংলা জনম দিলা আমারে ।। তোমার পরান আমার পরান এক নাড়িতে বাঁধা রে মা-পুত...

যে মাটির বুকে ঘুমিয়ে আছে (je matir buke ghumiye ache)

যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না ।। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে ।। সে মাটি ছ...

বাংলাদেশ, হতে পারে এই গরিবের দেশ (Bangladesh hote pare ei goriber desh)

নিজের দেশ হতে পারে এই গরিবের দেশ হতে পারে অবহেলিদের দেশ তবু যে আমার বাংলাদেশ সবুজ দেশে লাল টকটকে সূর্য ওঠে দোয়েল কোয়েলের গানের সুরে ভোরে আমার ঘুম ভাঙ্গে বাংলাদেশ মাগো য...

সুন্দর সুবর্ণ তারুন্য লাবন্য (sundor suborno tarunno labonno)

সুন্দর সুবর্ণ তারুন্য লাবন্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু’চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য।। থাকবে নাতো দুঃখ দারিদ্র বিভেদ-বেদনা-ক্রন্দন।। প্রতিটি ঘরে একই প্র...

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে (purbo digonte surjo utheche)

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল জোয়ার এসেছে জন-সমুদ্রে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।। শোষণের দিন শেষ হয়...

বিচারপতি তোমার বিচার করবে যারা (Bicharpoti tomar bichar korbe jara)

বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই জনতা।। তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেষণ শুধবে তারা ও জনতা এই জনতা এই জনতা।। তোমার সভায় আমীর যারা, ফাঁসি...

সোনা সোনা সোনা লোকে বলে সোনা (shona shona shona)

সোনা সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি।। ধন জন মন যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত ...

শোনো একটি মুজিবরের থেকে (shono ekti mujiborer theke)

শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি। বাংলাদেশ আমার বাংলাদেশ।। সেই সবুজের বুক চেরা মেঠো পথে, আবার এসে ফিরে যাবো আমা...

জন্ম আমার ধন্য হলো মাগো (jonmo amar dhonno holo mago)

জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।। তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো মাগো।। তোমার কথায় কথা বলি পাখির ...

ভয় কি মরণে রাখিতে সন্তানে (voy ki morone rakhite sontane)

ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম ।। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে ।। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর র...

আমায় যদি প্রশ্ন করে (Amay jodi proshno kore)

আমায় যদি প্রশ্ন করে আলো-নদীর এক দেশ বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কল-কাকলীর দেশ বলবো আমি বাংলাদেশ।। এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। আমায় ...

গঙ্গা আমার মা পদ্মা আমার মা (Gonga amar ma podma amar ma)

গঙ্গা আমার মা পদ্মা আমার মা ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।। একই আকাশ একই বাতাস এক হৃদয়ের একই তো শ্বাস। দোয়েল কোয়েল পাখির ঠোটে একই মুর্ছনা। ও ও তার দুই চোখে দুই জ...

Amar ache jol- (আমার আছে জল)

আমার আছে জল , আমার আছে জল আমার আছে জল , আমার আছে জল সেই জলে যেনো পদ্ম পুকুর মেঘলা আকাশে মধ্য দুপুর(২) অচেনা এক বন বাঁশি সুর বিষাদে কোমল আমার আছে জল , আমার আছে জল আমার আছে জল , আমার আছ...

তোমার খোলা হাওয়া (Tomar khola hawa)

তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে টুকরো করে কাছি , আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি । তোমার খোলা হাওয়… লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া । সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি প...

নোঙ্গর তোল তোল (Nongor Tolo Tolo)

নোঙ্গর তোল তোল সময় যে হল হল নোঙ্গর তোল তোল।। (হেইয়া রে, হেইয়া হো, ও মাঝি ভাই, মাঝি ভাই) হাওয়ার বুকে নৌকা এবার জোয়ারে ভাসিয়ে দাও, শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, সমুখ...

দিন বাড়ি যায় - বাপ্পা মজুমদার (Din bari jay by Bappa Mojumdar)

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায় যদি না হয় কথা, জমে নিরবতা ! তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক যেতে পথে আজ এইটুক বলি যত দুরে যাই, জানিনাতো কবে জেনে রেখো সুধু, ফের দেখা হবে !! নদীরা ...

সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি (Surjodoye tumi surjasteo tumi)

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।। জলসিঁড়ি নদীর তীরে, তোর খুশির কাঁকন যেন বাজে ও—কাশবনে ফুলে ফুলে, তোর মধুর বাসর যেন সাজে তোর একতারা হায়, ক...

এক সাগর রক্তের বিনিময়ে (Ek sagor rokter binimoye)

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না। দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলব না। যুগের নিষ্ঠুর বন্...

একতারা তুই দেশের কথা (Ektara tui desher kotha)

একতারা তুই দেশের কথা বলরে এবার বল আমাকে তুই বাউল করে, সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে, তোর সুর যেন বাজে।। একটি কথা আমি শুধু বলে যেতে চাই বাংলা আমার সুখে-দুখে হয় যেন গো ঠাই রে।। এক...

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি (Ami brishtir kach theke kadte shikhechi by Subir Nandi)

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই আমি চাই না হতে কারো প্...

পাগলা হাওয়ার বাদল দিনে (Pagla hawar badol dine)

পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে॥ চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যায় ছুটে॥ ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না, যাবে না– ...

Hridoye Amar Bangladesh (হৃদয়ে আমার বাংলাদেশ) by Habib Wahid, Arfin Rumey & Pradeep

হৃদয়ে আমার বাংলাদেশ স্বপ্ন আমার বাংলাদেশ শান্তি আমার বাংলাদেশ ও মা তুই...... আমার বাংলাদেশ !!! স্বাধীনতার যুদ্ধে আছি দোয়া করিস মা গো তোর মুখে হাসি ফোটাবো জাগো বাঙ্গালি জাগো ম...