Posts

Showing posts from September, 2018

আকাশ এতো মেঘলা (Akash Eto Meghla) Lyrics

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার গল্প করার এইতো দিন মেঘ কালো হোক মন রঙিন  সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর ...

গৃহবন্দী- আরমান আলিফ (GRIHOBONDI by Arman Alif) Lyrics

তোরে আমি ভালোবেসে  এখন গৃহবন্দী।  একলা ঘরে আহাজারি কষ্ট প্রতিদ্বন্দ্বী। - [ ২ বার ] চোখের ভেতর রোজ স্বপ্নে  স্বপ্ন গুলো কুড়াই।  মনের ভেতর তোর জন্যেই  মনটা আমার পুড়াই।  মন...

বেইমান- আরমান আলিফ (Beiman by Arman Alif) Lyrics

তোর ডায়রীর পাতা জুড়ে  কার  নামে কবিতা? ডায়রীর ভাঁজে ঐ যে দেখি  কার ছবিটা?  দিনের শেষে তুই ও দেখি  খুব হাসিতেই মাতিস।  যে তোর  ঐ হাসির কারণ তাঁর খবর কি রাখিস? - [ ২ বার ]  যেই খাঁচ...

নেশা (Nesha by Arman Alif) Lyrics

তোমার নেশায় পইরা  আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেলো আমার ঠিকানা। তোমার মতো থাকলা  তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও  তুমি কার আঙিনা? - [ ২ বার ]  আজ আমার ভেতর জুড়েই ...