সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

সখী , ভাবনা কাহারে বলে ।
সখী , যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী , 
'ভালোবাসা' 'ভালোবাসা'---
সখী, ভালোবাসা কারে কয় !
সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল? 
সে কি কেবলই দুঃখের শ্বাস? 
লোকে তবে করে কী সুখেরই  তরে
এমন দুঃখের আশ ।
আমার চোখে তো সকলই শোভন, 
সকলই নবীন, সকলই বিমল,
সুনীল আকাশ , শ্যামল কানন,
বিশদ জোছনা  কুসুম কোমল---
সকলই আমার মতো। 
তারা কেবলই হাসে, কেবলই গায়, 
হাসিয়া খেলিয়া মরিতে চায়---
না জানে বেদন, না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত। 
ফুল সে হাসিতে হাসিতে ঝরে , 
জোছনা হাসিয়া মিলায়ে যায় , 
হাসিতে হাসিতে আলোকসাগরে 
আকাশের তারা তেয়াগে ক়ায়। 
আমার মতন সুখী কে আছে ।
আয় সখী , আয় আমার কাছে---
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। 
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসবি তোরা। 
একদিন নয় বিষাদ ভুলিয়া, 
সকলে মিলিয়া গাহিব মোরা ।।

(Sokhi vabona kahare bole)

Comments

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics