Posts

Showing posts from June, 2018

বুকের বা পাশে (Buker ba pashe lyrics by Mahtim Shakib)

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই, বুকের বা পাশে। আমার দুঃখ বাড়ে - যেকোনো ঋতুর পাল্টে যাওয়া বাতাসে। আলতো গায়ে মাখি - যতনে তুলে রাখি, তোমার লেখা যত চিঠি আসে। জানলা খুলে রাখি - ...

আমি দূর হতে তোমারে দেখেছি (ami dur hote tomare dekhechi by Hemanta Mukherjee)

আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনিকিনি রিনিঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি।। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়া...

এ পথ যদি না শেষ হয় (ei poth jodi na shes hoy by Hemanta Mukherjee)

এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলোতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলোতো ।। কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে, সবুজের ওই দোল দোল হাসিতে ।। মন আমার মিশে গ...

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে (jodi tor dak shune keu na ashe) রবীন্দ্র সংগীত

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥ যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়— তবে পরান খুলে ও তুই ...

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান (Fagun haway haway lyrics) Rabindra Sangeet

ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান– তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান– আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥ তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে, তো...

অপরাধী (Oporadhi by Arman Alif - lyrics)

একটা সময় তোরে আমার সবি ভাবিতাম তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম তোর হাসি মুখের ছবি দেইখা দুখ্য পুষাইতাম তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম একটা সময় তোরে আমার সব...

এই মন তোমাকে দিলাম - Ei mon tomake dilam (Sabina Yesmin Lyrics)

এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কিবা দূরে রও মনে রেখো আমিও ছিলাম বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভী দিন গিয়ে রাতে লুকাবে মুছো নাকো আ...