অপরাধী (Oporadhi by Arman Alif - lyrics)

একটা সময় তোরে আমার সবি ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুখ্য পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম
একটা সময় তোরে আমার সবি ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুখ্য পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম
ওরে মনের খাচায় যতন কইরা দিলাম তোরে ঠাই
এখন তোর মনেতে আমার জন্য কোন জায়গা নাই
ওরে আদর কইরা পিন্জরাতে পুষলাম পাখিরে
তুই যারে যা উইরা যারে অন্য খাচাতে
ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধি তোর ক্ষমা নাইরে

তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম
হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গানেরো সুরে তোরে খুজিয়া লইতাম
তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম
হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গানেরো সুরে তোরে খুজিয়া লইতাম
এখন একলা একা সময় গুলো কাটাই কেমনে
এত ভালোবাসার পরেও আমার কমকি ছিলোরে
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা লরে তৃভূবনে কেউতো কারো নয়

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধি তোর ক্ষমা নাইরে
রে রে রে,রা রি রে রে রে
রে রে রে রে রে রে রে রে
ও রে রে রে,রা রি রে রে রে
রে রে রে রে রে রে রে রে

তোর নামের পাশে সবুজ বাতি আরতো জলেনা
এখন রাত্রি জুইড়া কেউতো আর মায়া লাগাইনা
কারো হাসি মুখের ছবি দেইখা
ঘুম আর ভাঙ্গেনা
কেউ আর ফ্লেক্সিলোডের দোখানটাতেও
ভিড় জমাইনা
তোর নামের পাশে সবুজ বাতি আরতো জলেনা
এখন রাত্রি জুইড়া কেউতো আর মায়া লাগাইনা
কারো হাসি মুখের ছবি দেইখা
ঘুম আর ভাঙ্গেনা
কেউ আর ফ্লেক্সিলোডের দোখানটাতেও
ভিড় জমাইনা
এখন তারার মত জ্বলে নিভে কষ্টগুলারে
আমি গিটারের সুর সাথে লইয়া ভালো আছিরে
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা লরে তৃভূবনে কেউতো কারো নয়

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধি তোর ক্ষমা নাইরে
ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধি তোর ক্ষমা নাইরে

Comments

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)