Posts

Showing posts from October, 2016

তুমি রবে নিরবে- রবীন্দ্র সংগীত (tumi robe nirobe- Robindra Sangit)

তুমি রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥ মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥ জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি...

Lost in the echo- Linkin Park (English)

(yeah) (yo) You were that foundation Never gonna be another one, no. I followed, so taken So conditioned I could never let go Then sorrow, then sickness Then the shock when you flip it on me So hollow, so vicious So afraid I couldn't let myself see That I could never be held Back or up no, I'll hold myself Check the rep, yep you know mine well Forget the rest let them know my hell There and back yet my soul ain't sell Kept respect up,the best they fell, Let the rest be the tale they tell That I was there saying… [Chorus] [Chester:] In these promises broken Deep below Each word gets lost in the echo So one last lie I can see through This time I finally let you Go, go, go. Test my will, test my heart Let me tell you how the odds gonna stack up Y'all go hard, I go smart How's that working out for y'all in the back, huh? I've seen that frustration Been crossed and lost and told "No" And I've come back unshaken Let do...

In The End- Linkin Park (English)

It starts with One thing I don't know why It doesn’t even matter how hard you try Keep that in mind, I designed this rhyme To explain in due time All I know Time is a valuable thing Watch it fly by as the pendulum swings Watch it count down to the end of the day The clock ticks life away It’s so unreal Didn’t look out below Watch the time go right out the window Trying to hold on but didn’t even know I wasted it all just to watch you go I kept everything inside and even though I tried, it all fell apart What it meant to me will eventually be a memory of a time when... I tried so hard And got so far But in the end It doesn't even matter I had to fall To lose it all But in the end It doesn't even matter One thing, I don’t know why It doesn’t even matter how hard you try Keep that in mind, I designed this rhyme To remind myself how I tried so hard In spite of the way you were mocking me Acting like I was part of your proper...

ভালোবেসে সখি- রবীন্দ্রসংগীত (Valobese sokhi- Robindro Sangit)

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-তোমার চরণমঞ্জীরে।। ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি – ত...

বসন্ত এসে গেছে- অনুপম রায় (Bosonto ese geche by Anupam Roy)

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে । মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে । থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে, মাথা নত ক...

একতারা বাজাইও না- কুমার বিশ্বজিৎ (Ektara bajaio na by Kumar Biswajit)

তোমরা একতারা বাজাইয়ো না । দোতারা বাজাইয়ো না । তোমরা একতারা বাজাইয়ো না । ঢাক-ঢোল বাজাইয়ো না । গীটার আর বংগ বাজাও রে । ও তোমরা গীটার আর বংগ বাজাও রে । একতারা বাজাইলে মনে পড়ে য...

অনিকেত প্রান্তর- আর্টসেল (oniket prantor by Artcell)

তবু এই দেয়ালের শরীরে যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যতো উদ্ভাসিত আলো রং আকাশের মতন অকস্মাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ ত...

ওরে নীল দরিয়া- আব্দুর জব্বার (ore nil doria by Abdur Jabbar)

ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফড়াইয়া রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্ব...

মন তোরে- শূন্য (mon tore by Shunno)

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মন রে ঘুণে করলো জড়ো জড় ও মন রে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মন রে ঘুণে করলো জড়ো জড় আমি কি করে বাস করিব এই ঘরে রে তুই সে আমার মন। মন তোরে পারলাম না বুঝাইত...

তুমি বাসো কিনা- তীর্থক (tumi baso kina by Tirthok)

তুমি বাসো কিনা তাও আমি জানি না ভালো বাসো কিনা তাও আমি জানি না আমার কাজ আমি বন্ধু করিয়া রে যাব চিন্তা হতে আমি চিতানলে যাব, বন্ধুরে।। পাহাড়ে পাহাড়ে নগরে বন্দরে খুঁজিয়া তোমা...

পথ চলা- আর্টসেল (pothchola by Artcell)

আমার পথ চলা আমার পথে যেন বেলা শেষে আকাশ কার মোহে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পায় জীবনের তীর জীবনকে কোন স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি প...

বেদনা- শূন্য (Bedona by Shunno)

তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা সব স্বপ্নের রং হয় না তো, বেদনার মতো নয় রঙা । জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই হয়তো দুবাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয় ।। ...

এই বৃষ্টি ভেজা রাতে- আর্টসেল (ei bristy veja rate by Artcell)

এই বৃষ্টি ভেজা রাতে… তুমি নেই বলে, সময় আমার কাটে না।   চাঁদ কেনো আলো দেয় না? পাখি কেনো গান গায় না? তারা কেনো পথ দেখায় না? তুমি কেন কাছে আসো না?? এই বৃষ্টি ভেজা রাতে… সমুদ্রের...

এই মেঘলা দিনে একলা- হেমন্ত মুখার্জি/অনুপম রায় (ei meghla dine ekla by Hemanta/Anupam)

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।। যুঁথী বনে ঐ হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন কাছে যাবো কবে পাবো ...

বাড়িয়ে দাও- অনুপম রায় (Bariye dao by Anupam Roy)

বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও, তোমার হাত, তোমার হাত... কিভাবে কাঁচের দেয়াল, যেন ...

উদ্দেশ্য নেই- তাহসান (uddesho nei by Tahsan)

উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেই। তুই তবুও তো কাছে তোকে  নিয়ে ঘুমের মাঝে তুই তবুও তো কাছে তোকে  নিয়ে ঘুমের মাঝে তুই ডানা দিয়ে মেঘ কেটে হারাস মেঘে মেঘে ...

কে তুমি- তাহসান (ke tumi by tahsan)

কে তুমি? কেনো এখানে? কেনো এতোদিন পরে? পেছনে ফিরে দেখো তুমি, অপ্রত্যাশিত অতিথি চোখ ফেরালে বলো কেনো, ভয় পেয়েছো কি, নাকি অরতি? জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায় নিরন্তর ছি...

প্রেমাতাল- তাহসান (prematal by Tahsan)

এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই এ যেন ভীষন আক্ষেপ আমার আমি দিক্বিজয়ী নই শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছ...

মেঘের পরে- তাহসান (megher pore by tahsan)

বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে মেঘের পরে আলোর ভীড়ে তুমি প্রথম চেয়েছিলে বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত...

প্রথম প্রেম- তাহসান (prothom prem by tahsan)

হঠাৎ এসেছিলে চোখের আলোতে হারিয়ে ফেলেছি এক ঝলকে তবুও তুমি ছিলে চোখের কোণে আগলে রেখেছি বড় যতনে ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষ...

প্রেম তুমি- তাহসান (Prem tumi by Tahsan)

আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকনো সেই গল্পরা সব রঙিন হলো পলকেই তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সে পথ শুধু নেই তুমি বলো, কোথায় আছ অভিমানী সব থেকেও কী যেন নেই তোমাকে তাই খুঁজে যাই প্রতি ক্ষণে আমার ভাল লাগাগুলো সব তোমায় ভেবে সাঁজে রোজ রোজ এই মনে প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সে পথ শুধু নেই তুমি বলো, কোথায় আছ অভিমানী চেয়ে থাকা দূর বহুদূর যে পথে আজও রয়ে গেছ স্মৃতির পাতায় এসোনা আর একটি বার স্বপ্ন যত সাঁজাতে আবার শুনছ কি আমায় প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সে পথ শুধু নেই তুমি বলো, কোথায় আছ অভিমানী।।

আমাকে আমার মত থাকতে দাও- অনুপম রায় (amake amar moto by Anupam Roy)

আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়, কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীণে চোখ রাখবো না না না (না না না না না না না)। এই জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাইনা আর তার, কোন রাত-দূপুরের আবদার। তাই চেষ্টা করছি বারবার, সাঁতরে পাড় খোঁজার। কখনো আকাশ বেয়ে চুপ করে, যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে। চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজোনা আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জ্বেলোনা কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না (না না না না না না না)। এই জাহাজ মাস্তুল ছাড়খাড়, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাইনা আর তার, কোন রাত-দূপুরের আবদার। তাই চেষ্টা করছি বারবার, সাঁতরে পাড় খোঁজার। (না না না না না না না না না না না না না না না, না না না না না না না না না না না না না না না) তোমা...