তুমি বাসো কিনা- তীর্থক (tumi baso kina by Tirthok)

তুমি বাসো কিনা তাও আমি জানি না
ভালো বাসো কিনা তাও আমি জানি না
আমার কাজ আমি বন্ধু করিয়া রে যাব
চিন্তা হতে আমি চিতানলে যাব, বন্ধুরে।।

পাহাড়ে পাহাড়ে নগরে বন্দরে খুঁজিয়া
তোমারে ধারা বহাবো
বাউল সাজিয়া একতারা লইয়া সাঁঝের
আধাঁরে আমি খুঁজিয়া বেড়াবো
আমি তোমারে বন্ধু ভাল যে বাসিব, বন্ধুরে

কোন সে ডোরে বান্ধিয়া মোরে
ঘুড্ডি বানাইয়া রাখিলা উরায়ে

শন শন করিয়া, যাই গান গাহিয়া
দিও না বন্ধু তুমি লাটাই ছাড়িয়া
পাগল হইয়া কালা যাব যে মরিয়া, বন্ধুরে

যদি দাও ছাড়িয়া
উড়িয়া উড়িয়া যাব গো পরিয়া
কোন সে অজানায়
অজানা দেশে অচেনা বেশে
আরেক পিরীতি কুলে লইবো টানিয়া
পাগল হইয়া কালা যাব যে মরিয়া, বন্ধুরে।।

Comments

Popular posts from this blog

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics