মন তোরে- শূন্য (mon tore by Shunno)
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মন রে ঘুণে করলো জড়ো জড় ও মন রে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড় আমি কি করে বাস করিব এই ঘরে রে তুই সে আমার মন। মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তিন তক্তার এ নৌকা খানি ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি ও মনরে তিন তক্তার এ নৌকা খানি ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন আসি রাইতে ভবের মাঝারে ও মনরে স্বপ্ন দেইখা রাইলি ভুলে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মন রে ঘুণে করলো জড়ো জড় আমি কি করে বাস করিব এই ঘরে রে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তিন তক্তার এ নৌকা খানি ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি ও মনরে তিন তক্তার এ নৌকা খানি ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মন রে ঘুণে করলো জড়ো জড় ও মন রে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মন রে ঘুণে করলো জড়ো জড় আমি কি করে বাস করিব এই ঘরে রে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তিন তক্তার এ নৌকা খানি ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি ও মনরে তিন তক্তার এ নৌকা খানি ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি আমি কি করে ছেচিবো নৌকার পানিরে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন আসি রাইতে ভবের মাজারে ও মনরে স্বপন দেইখা রইলি ভুলে হায় মনরে আসি রাইতে ভবের মাজারে ও মনরে স্বপন দেইখা রইলি ভুলে ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন।
Comments