যে প্রেম স্বর্গ থেকে এসে (Je prem shorgo theke ese by Khalid Hasan Milu)

যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।। 
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।।
সেই প্রেম আমাকে দিও
জেনে নিও
  
তুমি আমার,
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। 

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। 

ধিন তা না না না না না    ধিন তা না না না না না   তানা না না ধিন ধিন
ধিন তা না না না না না    ধিন তা না না না না না   তানা না না ধিন ধিন

তুমি আর আমি আর কেউ নাই
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনের সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আর সুখ
সেই সুখ আমাকে দিও।

 জেনে নিও

তুমি আমার,
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।  
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। 

ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও

চাই না কিছুই তো জীবনে আর
তোমার মুখটা যদি দেখি একবার
এ জীবন করেছ কত যে মধুর
হৃদয়ে কত গান কত যে সুর
সেই সুর আমাকে দিও
জেনে নিও

তুমি আমার,
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। 
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। 

Comments

Admin said…
প্রতীক হাসানের কন্ঠে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় গানটা শুনুন।

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)