পারবনা আমি ছাড়তে তোকে- (Parbo na ami charte toke by Arijit Singh)
ওরে মন বোবা মন বোকা মন জানেনা
শোনেনা সে বারন
খালি যায় ছুটে যায় দিকে তোর
থেকে যায় চিন্তায় অকারণ তাই
পারবনা আমি পারবনা পারবনা আমি
ছাড়তে তোকে কোনমতে আর হারাতে
তোকে
সরে যেতে আর আমি পারবনা
তোর বায়না সব রেখে দিব সাজিয়ে
তুই চাইলে বল হয়ে আছি রাজীরে
পালাতে আমি পারবনা
ছায়া তোর হয়ে আছি দেখ,
পথে তোর চেয়ে আছি দেখ
তোকে বল কি করে বোঝায় দুজনেই
হয়ে আছি এক
পারবনা আমি রাখতে তোকে পারবনা
আর ডাকতে তোকে ||
Comments