রসিক আমার মন বান্ধিয়া (Roshik amar mon bandhia by Jalal Uddin Kha)

সোনার ময়না ঘরে থুইয়া
বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া
পিন্জর বানাইছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে।।
দিনও হীন মুর্শিদে কয়
মাটির বাসন ভাইঙ্গা গেলে
আর কি জোড়া লয়
দয়াল চাইলে লইব জোড়া
মুর্শিদ চাইলে লইব জোড়া
এমন দয়াল কে আছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে।।
পাগল জ্বালালে কয়
পিঞ্জর ছাইড়া গেলে ময়না
আর কি বন্দী হয়
মুর্শিদ চাইলে হইব বন্দী
দয়াল চাইলে হইব বন্দী
এমন দয়াল কে আছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে।।

Comments

Popular posts from this blog

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics