দেশবাসী তো- ভ্যাটম্যান ft. এরশাদ কাক্কু (DESHBASHI TO Lyrics- Vatman)

(ইয়ো, দিস ইজ এনাদার ভিডিও বাবা প্রডাকশন)

এই তোমরা আমারে কি বলো চিনতে পারসো?
শুনলাম আমার নাম নাকি দিস VATMAN.
ওইয়াহ!
যাক এই নামটা এতটাও খারাপ না,
শুনলে Sometimes I feel like a Batman.
Yo bro, চল আমরা এখন আসল কথায় আসি,
১৫% ভ্যাট মোটেও নয় বেশি,
ভ্যাটের কথা শুনলে কেন যে ঢং ধরো।
না, ৪০০০ কোটি টাকা কিছুই না,
আমাকে তো থামাতে তো পারবেনা,
ভ্যাটের নামে সবার টাকা মাইরা খাবো।
দেশবাসী তো
আমার নেয়া ডিসিশানে রাগান্বিত,
১ লাখ যাদের আছে তারা বড়লোকই তো,
একটু বেশি ভ্যাট দিলে এমন কি হইতো?
দেশবাসী তো
আমার এমন পারফর্মেন্সে বিমোহিত,
চারিদিকে ফ্যান আমার অগণিত,
এটা দেখে হেটার্সরা হয় ঈর্ষান্বিত
আমি যখনই কোনো কিছুতে ভ্যাট বসাই,
তোমরা কেন ক্ষেপ?
ক্ষেইপা রাস্তায় নামো।
বয়স হইছে আরতো চিল্লাইতে পারি না,
গলা ছিড়া গেলো,
কাক্কু তুমি ধরো.....

তুইতো হইসোস খালি দামরা,
তুই আমার কাছে ছেমড়া,
তোর শক্ত হয় নাই চামড়া,
লবণ দিয়া খা আমড়া,
হইতে পারে এটা করতে তোর মাথাতে বাল বাল!!
R.A.P এর নামে ইসব আমি কি কইতেছি বাল ছাল!
আমি দেখতে যত বুড়া তত বুড়া আমি নারে,
কেন, কেন, কেন মেয়েরা ফিরা চায় বারে বারে,
আমার জন্য মেয়েরা দাঁড়ায় থাকে রাস্তার ধারে,
সময় দিতে পারিনাতো আমিতো সবাইরে।
বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব মেয়েরে আমি ভালোবাসিতো,
ভ্যাট নাওয়া তোর নেশা,
তুই বানায় নিসোস পেশা,
তুইতো এখন ভ্যাট নিয়া কামাস টাকা-পয়সা।

দেশবাসী তো
আমাদের কর্মকান্ডে রাগান্বিত,
পদে পদে দেয় খালি দৌড়ানিতো,
কোনদিন খাই মাইর আছি শংকিত।।

দেশবাসী তো
আমার নেয়া ডিসিশানে রাগান্বিত,
১ লাখ যাদের আছে তারা বড়লোকই তো,
একটু বেশি ভ্যাট দিলে এমন কি হইতো?
দেশবাসী তো

বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব মেয়েরে আমি ভালোবাসিতো,
ভ্যাট নাওয়া তোর নেশা,
তুই বানায় নিসোস পেশা,
তুইতো এখন ভ্যাট নিয়া কামাস টাকা-পয়সা।

বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব মেয়েরে আমি ভালোবাসিতো,
ভ্যাট নাওয়া তোর নেশা...
একটু বেশি ভ্যাট দিলে এমন কি হইতো?
দেশবাসী তো...


ADDED BY ANUPAM AKIB

[[[
DESHBASI TO Lyrics
DESBASITO Lyrics
DESHBASHITO Lyrics
দেশবাসিতো - লিরিক্স
দেশবাসীতো - লিরিক্স
Despacito Bangla Version
Bangla Despacito
VATMAN
]]]

Comments

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)