হারিয়ে যাও তুমি (Hariye jao tumi by Arbovirus)

অনেকটা পথ হেঁটেছি একসাথে

কতগুলো ভোর দেখেছি পাশাপাশি

তার পর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি

একটু একটু করে

হারিয়ে যাও তুমি

দূরে আরও দূরে

 

...

তারপর চিরচেনা নিজেদের

চিনতে পারিনা কোনো ভাবেই

 

আমরা ভাবি সব আসবে ফিরে

 

পুরনো অনুভূতি পুরনো মানুষে

...


 

হারিয়ে যাও তুমি

দূরে আরও দূরে

হারিয়ে যাও তুমি

দূরে আরও দূরে

হয়ত কারো দোষ নেই

হয়ত কিছু করার নেই

অবসাদ জয় করেছে ভালবাসা

...

হারিয়ে যাও তুমি

দূরে আরও দূরে

হারিয়ে যাও তুমি

দূরে আরও দূরে

...

হারিয়ে যাও

হারিয়ে যাও

হারিয়ে যাও তুমি

...

হারিয়ে যাও

হারিয়ে যাও

হারিয়ে যাও তুমি

...

হারিয়ে যাও

হারিয়ে যাও

হারিয়ে যাও তুমি

...

হারিয়ে যাও

হারিয়ে যাও

হারিয়ে যাও তুমি

...


Comments

Popular posts from this blog

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics