Ja Urey Ja (যা উড়ে যা) By Agoon

যা উড়ে যা মনের পাখিটা , জীবন আকাশে দুঃখ ভুলে যা 
যা উড়ে যা সময়ের ঘুড়িটা , রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা ।
শত দুঃখের ছেঁড়া পালে শেকড়হীন প্রানে 
গগনের চার দেয়ালে জীবনের কি মানে ?

কত যে প্রিয়মুখ মানুষের ভিড়ে , বারেবারে ফীরে যাই সেই চেনা ঘরে
যা কিছু ছুঁয়ে যাই সুখটুকু দিয়ে , মনেরই অভিমান যাবে কি ধুয়ে ?
যা উড়ে যা সময়ের ঘুড়িটা , রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা ।

হৃদয়ের শ্রাবণে ফাগুন বিমুখ , মনেরই কোণে অচেনা অসুখ
কেন যে হেরে যাই জীবনের কাছে , আলো আর আঁধারের সবই কি মিছে ?
যা উড়ে যা মনের পাখিটা , জীবন আকাশে দুঃখ ভুলে যা 
শত দুঃখের ছেঁড়া পালে শেকড়হীন প্রানে 
গগনের চার দেয়ালে জীবনের কি মানে ?

Comments

Popular posts from this blog

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics