ও আমার উড়াল পঙ্খী রে - O amar ural pongkhi re (Humayun Ahmed)

ও আমার উড়াল পঙ্খী রে

যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে,

আমার চোক্ষে বৃষ্টি পড়ে
তোর হইবে মেঘের উপরে বাসা।

ও, আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পঙ্খী রে..

মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক

সুখ দু:খ দুই বইনেরে কোলের উপরে রাখ

মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা

মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা।

ও আমার উড়াল পঙ্খী রে

যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে,
তোর হইবে মেঘের উপরে বাসা

Comments

Popular posts from this blog

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics