দো জাহানের মালিক তুমি (Do jahaner malik tumi by Abdul Jabbar)

দো জাহানের মালিক তুমি হে পারওয়ারদেগার।

আমার গুনা মাফ করে দাও
মনের কালি সাফ করে দাও
আমি যে গুনাগার, হে পারওয়ারদেগার।।

রেহেম আল্লাহ করম আল্লাহ তুমিই মাফি শাফি
তুমি আশার আলো খোদা তুমিই

অধম এ বান্দা করুনা মাগে।
দরবারে তোমার, হে পারওয়ারদিগার।।

তুমিই মওলা দয়ার সাগর তুমিই অন্তর্যামী
তুমি লালন তুমিই পালন বিচারদিনের স্বামী

তোমার দয়ার পিয়াসী আমি।
দাও পথের দিদার, হে পারওয়ারদিগার।।

আব্দুল জব্বার

Comments

Popular posts from this blog

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics