বুকের বা পাশে (Buker ba pashe lyrics by Mahtim Shakib)

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,

বুকের বা পাশে।

আমার দুঃখ বাড়ে - যেকোনো ঋতুর

পাল্টে যাওয়া বাতাসে।

আলতো গায়ে মাখি - যতনে তুলে রাখি,

তোমার লেখা যত চিঠি আসে।

জানলা খুলে রাখি - আসলে সবই ফাঁকি,

তোমার নামে তবু আলো আসে।

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,

বুকের বা পাশে।

অল্প আলোর শহর

কত মন ভেঙে যায়।

জেগে উঠে অভিমান

চিত্রকল্প ভরা কবিতায়।

আরো ব্যথা পেতে বাকি আছে,

কিছু ঘটনা বুঝি তাই চোখে ভাসে।

আলতো গায়ে মাখি - যতনে তুলে রাখি,

তোমার লেখা যত চিঠি আসে।

জানলা খুলে রাখি - আসলে সবই ফাঁকি,

তোমার নামে তবু আলো আসে।

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,

বুকের বা পাশে।

ব্যর্থ প্রেমের মানুষ কত দূর যাবে আর ?

চারিদিকে প্রিয় মুখ হয়ে আছে যেন কাঁটাতার।

যারে ছুঁয়ে গেলে ভালো লাগে,

তারে দেখি না কেন যে বার মাসে?

আলতো গায়ে মাখি - যতনে তুলে রাখি,

তোমার লেখা যত চিঠি আসে।

জানলা খুলে রাখি - আসলে সবই ফাঁকি,

তোমার নামে শুধু আলো আসে।

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,

বুকের বা পাশে।

আমার দুঃখ বাড়ে - যেকোনো ঋতুর

পাল্টে যাওয়া বাতাসে। 

(মাহতিম শাকিব)

Comments

Unknown said…
অসাধারণ ভাই
lyricsrhythm said…
জ্বী ভাই, আমার প্রিয় গানগুলোর একটা :)
Unknown said…
Best sony I ever heard
Yousuf Ali said…
One the best song written in decades
Yousuf Ali said…
One the best song written in decades
Unknown said…
আমার জীবটা এমন হতো
Unknown said…
It's nice song. My favourite song....
S Mainuddin said…
Nice song .my favourite song.
saniraj said…
onak boro otit mone pore gelo hottath kore r nijar ojantei je kokhon bukh bese gelo pani diye she pani khuje pate chasche shei urna choker jol muche dite koi pabo take sheto onak dure ami je take hariye feleci hoito r pabo buker ba pashe
Unknown said…
just awesome song.... 💜💜💜
Unknown said…
khub valo lage song ta
Saymun Mohin said…
nice song

www.toptrickbangla.com
Unknown said…
অসাধারণ গান....
MD Roknuzzaman said…
This is excellent work if you need other lyrics like Aha Ami By Jisan Khan Shuvo please check it out

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)