নেশা (Nesha by Arman Alif) Lyrics

তোমার নেশায় পইরা 
আমি হইলাম দিওয়ানা,
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা।
তোমার মতো থাকলা 
তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙে রাঙাও 
তুমি কার আঙিনা? - [ ২ বার ] 

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায় - নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো 
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো
 খবর নিও না। 

থাকতে হবে তোমায় 
ছাড়া কথা ছিলো না,
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে,
তুমি থাকো না।
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে 
তবু তুমি থাকো ভালো।  - [ ২ বার ] 

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায় - নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো 
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো
 খবর নিও না। 

আমি যেনো কোনদিনও 
সিগারেট না ছুঁই,
বলতা তুমি করতা শাসন 
লাগতো রে ভালোই।
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব,
এখন শাসন করা মায়াবতি
 কই গেলো কই? - [ ২ বার ] 

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায় - নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো 
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না। - [ ২ বার ] 

আরমান আলিফ

Comments

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)