আমার পরান যাহা চায় (Amaro porano jaha chay - Ravindra Sangeet Lyrics)

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।।

Comments

This is very nice bangla robindra song amaro porano jaha chay lyrics i like this song very much.
Unknown said…
This comment has been removed by a blog administrator.
madjaster said…
hey ! such a lovely song to hear. I've been searching this kind of song for too long , one of my all time fav song , this song melody really amazed me thanks for Amaro Porano Jaha Chay Lyrics this song lyric . keep sharing

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)