হায় ভালোবাসি (Hay Bhalobashi) | মহীনের ঘোড়াগুলি - Mohiner Ghoraguli

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে 
ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে 
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে 
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে 

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন 
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন 
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও 

ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে 
প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে 
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে 
ভালোবাসি একমনে কবিতা পড়তে 

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে 
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে 
তখন ভালোলাগেনা লাগে না কোন কিছু 
সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সব কিছু 

ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে 
বিট্‌ল্‌স্‌ ডিলান আর বেথোফেন শুনতে 
রবিশঙ্কর আর আলি আকবর শুনে 
ভালোলাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।

Hay Bhalobashi
Mohiner Ghoraguli

Comments

LP ENGLISH CLUB said…
Bro this is my blog site lpenglishclub.blogspot.com

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)