যদি কেড়ে নিতে বলে (বেঁচে থাকার গান) | Jodi kere nite bole - Rupam Islam & Anupam Roy
যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে
শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা
যদি কেড়ে নিতে বলে (বলে)
কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে (বলে)
শহুরে কথকতা (শহুরে কথকতা)
জেনো আমি ছাড়তে দেবোনা (ছাড়তে দেবো না)
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
যদি নিমেষে হারালে
জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবো না
যদি বেচে দিতে বলে
শিকড়ে বাঁধা মাটি
জেনো আমি বেচতে দেবো না
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
(আর আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি)
Comments
i love listening song and sharing
hopefully you too
for more lyrics you can visit
Songs Lyrics in Bengali