Posts

Featured post

হায় ভালোবাসি (Hay Bhalobashi) | মহীনের ঘোড়াগুলি - Mohiner Ghoraguli

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে  ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে  দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে  কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে  তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন  উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন  কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও  ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে  প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে  জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে  ভালোবাসি একমনে কবিতা পড়তে  যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে  শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে  তখন ভালোলাগেনা লাগে না কোন কিছু  সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সব কিছু  ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে  বিট্‌ল্‌স্‌ ডিলান আর বেথোফেন শুনতে  রবিশঙ্কর আর আলি আকবর শুনে  ভালোলাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে। Hay Bhalobashi Mohiner Ghoraguli

যদি কেড়ে নিতে বলে (বেঁচে থাকার গান) | Jodi kere nite bole - Rupam Islam & Anupam Roy

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা জেনো কেড়ে নিতে দেবোনা যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা জেনো আমি ছাড়তে দেবোনা যদি কেড়ে নিতে বলে (বলে) কবিতা ঠাসা খাতা জেনো কেড়ে নিতে দেবোনা যদি ছেড়ে যেতে বলে (বলে) শহুরে কথকতা (শহুরে কথকতা) জেনো আমি ছাড়তে দেবোনা (ছাড়তে দেবো না) আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোঁজ আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরীদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি তবু হেরে যেতে দেবো না যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি জেনো আমি বেচতে দেবো না আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোঁজ আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরীদের স্নান ঠোঁটে নিয়

লক্ষীসোনা (Lokkhi Shona) by Hridoy Khan | Tahsan Khan

লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।  লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।  কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।  রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি।  রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি।  তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারই  সাত রাজারও ধন। - [ ২ বার ] কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।  রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি।  রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি।  তুই চাঁদের কণা - তুই ছানা বোনা, তুই যে আমারই - সব সুখেরই ঘর।  তুই চাঁদের কণা - তুই ছানা বোনা, তুই যে আমারই - সব সুখেরই ঘর।  কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।  রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি।  রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। - [ ২ বার ] Lokkhi Shona Rupkotha

সরলতার প্রতিমা- খালেদ (sorolotar protima by khaled) lyrics

তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন ও গতি সে কি তোমার অজানা রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া শ্রাবন বেলায় তোমার কথা ভেবে বিষন্ন এ মন আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরন রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া।

আমার পরান যাহা চায় (Amaro porano jaha chay - Ravindra Sangeet Lyrics)

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো।। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও- আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো।। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস। যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পায় গো।।

বাবা (Baba) by Jemes- জেমস

ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকবোনা কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক র্উধ্বে হঠা” অজানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙ্গে পড়লো বাবা কতদিন কতদিন দেখিনা তোমায় কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখিনা তোমায় কেউ বলে না মানিক কোথায় আমার ওরে বুকে আয়। চশমাটা তেমনি আছে আছে লাঠি ও পাঞ্জাবি তোমার ইজি চেয়ারটাও আছে নেই সেখানে অলস দেহ শুধু তোমার আজানের ধ্বনি আজো শুনি ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে ভরা পবিত্র কুরআনের বাণী। বাবা কতদিন কতদিন দেখিনা তোমায় কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখিনা তোমায় কেউ বলে না মানিক কোথায় আমার ওরে বুকে আয়। ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো খোকা ও খোকা যখন আমি থাকবোনা কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক র্উধ্বে হঠা” অজানা

আকাশ এতো মেঘলা (Akash Eto Meghla) Lyrics

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার গল্প করার এইতো দিন মেঘ কালো হোক মন রঙিন  সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার আঁধারো ছায়াতে চেয়েছি হারাতে দু’বাহু বাড়াতে তোমারি কাছে  যাক না এমন এইতো বেশ হয় যদি হোক গল্প শেষ  পূর্ন হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার মাহতিম সাকিব সতিনাথ মুখার্জি