Posts

Showing posts from August, 2018

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

সত্য কি তেতো  সেকি জীবনের মত  বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত মিথ্যা কি ভুল  নাকি নীল নোনা জ্বল  দেখতে কেমন সে বলো কতটা অতল! কানামাছি মিথ্যা...কানামাছি সত্য  কানামাছি তুমি আমি যে যার মত কানামাছি মিথ্যা...কানামাছি সত্য  কানামাছি তুমি আমি যে যার মত...।। তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই  তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ  তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ...! কানামাছি মিথ্যা...কানামাছি সত্য  কানামাছি তুমি আমি যে যার মত কানামাছি মিথ্যা...কানামাছি সত্য  কানামাছি তুমি আমি যে যার মত...।।  সুখ যদি এতে তুমি পাও বা অগাধ  আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ সুখ যদি এতে তুমি পাও বা অগাধ  আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ যার যার মত করে ভাল থাকা যদি  সত্যের মত করে আকি দুই নদী  কানামাছি মিথ্যা...কানামাছি সত্য  কানামাছি তুমি আমি যে যার মত কানামাছি মিথ্যা...কানামাছি সত্য  কানামাছি তুমি আমি যে যার মত...।।

দেয়ালে দেয়ালে- মিনার (Deyale Deyale by Minar) Lyrics

বলনা কেন তুমি বহুদূর, কেন আমি একা হৃদয়ে ভাঙচুর। জানো না তুমিহীনা এ আমার, স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর। দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে, হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি। আড়ালে আড়ালে, কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি? কত রাত কেটে গেছে আধারে , নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে ? কত ঘুম মিশে গেছে অজানায় জানে শুধু দু ‘ চোখ ভুল সে স্বভাবে । দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে, হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি। আড়ালে আড়ালে, কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি? তবু আমি তোমার অপেক্ষায় দেখবো নতুন দিনের আলো। বেঁচে থাকার আশ্রয় তুমি তোমাকেই শুধু বাসি ভালো। দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে, হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি। আড়ালে আড়ালে, কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি? বলনা কেন তুমি বহুদূর, কেন আমি একা হৃদয়ে ভাঙচুর। জানো না তুমিহীনা এ আমার, স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর। মিনার

ঝুম - মিনার (Jhoom by Minar lyrics)

তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে কেন আমি দেইনি সাড়া আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু বুঝিনি কেন সেই ইশারা এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে হারিয়ে চোখের যত ঘুম ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম উড়ে ঘুরে তারে ডাকি ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম উড়ি ঘুরে তারেই খুঁজি আলো আধারির এ মায়ায় এই অবেলায় মন যে হারায় চেনা মেঘে অচেনা কত পথ হঠাৎ কেনো থমকে দাঁড়ায় তোমার আমার ফেলে আসা যত রঙিন রঙিন স্মৃতি লুকিয়ে অবুঝ ঠিকানায় অচিন মনের অচিন কোন কোণে বন্দী আজও আমি ভুল সে পথের সীমানায় এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে হারিয়ে চোখের যত ঘুম ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম উড়ে ঘুরে তারে ডাকি ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম উড়ি ঘুরে তারেই খুঁজি মিনার