Posts

Showing posts from December, 2017

গাড়ি চলে না (gari chole na by Dolchut)

গাড়ি চলে না চলে না, চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মধ্য পথে ঠেকলো গাড়ি উপায়-বুদ্ধি মেলে না।। মহাজনে যতন করে তেল দিয়াছে টাংকি ভরে গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো-মন্দ বোঝে না।। ইঞ্জিনে ময়লা জমেছে পার্টসগুলো ক্ষয় হয়েছে ডাইনামো বিকল হয়েছে হেডলাইট দুইটা জ্বলে না।। ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন্‌ দুর্ঘটনা।। আবুল করিম ভাবছে এইবার কোন্‌ দিন গাড়ি কি করবে আর সামনে বিষম অন্ধকার করতেছে তাই ভাবনা।।

আমার কাছে তুমি মানে (Amar Kache Tumi Mane)

আমার কাছে তুমি মানে সাত রাজার ধন আমার কাছে তুমি মানে অন্যরকম আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি তাই দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি আমার কাছে তুমি মানে আমার সব কিছু তাই পাগলের মত ছুটি তোমার পিছু আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা নাহ দেখিলে মুখটা তোমার মন হয় উতালা তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি আমার কাছে বন্ধু তুমি রাইতে ধ্রুব তারা তোমায় আমি রাইত জাগিয়া দেই বন্ধু পাহাড়া আমার কাছে বন্ধু তুমি সাত সাগরের ঢেউ কত্ত ভালোবাসি তোমারে জানেনারে কেউ তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি