Posts

Showing posts from November, 2017

আছেন আমার মোক্তার-achen amar moktar

আছেন আমার মোক্তার.. আছেন আমার ব্যারিস্টার.. শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার..(আবার) মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই? দুই কান্দে দুই মুহুরী লিখতে আছেন ডাইরী দলিল দেইখা রায় দিবেন টাকা-পয়সার নাই কারবার সময় থাকতে মনা হুঁশিয়ার..(আবার) সেদিনের সেই ইস্টিশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুতযানে পার হবে সে টিকিট কাটা আছে যার পারাপারের থাকলে তাড়া সঙ্গে নিও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর সময় থাকতে মনা হুঁশিয়ার...(আবার)

বায়োস্কোপ (Bioscope by Bappa Mojumder)

তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা । ডাইনে তোমার চাচার বাড়ি বায়ের দিকে পুকুরঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়েনা । অন্তরে থাক পদ্ম-গোলাপ গদ্যে-পদ্যে আঁকছি মুখ ঘুরতে ছিলাম রঙ্গের মেলায় অপূর্ব সে তোমার চোখ অমন পলক ফেলতে তো কেউ পারেনা। হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরৎ চাইনি কোন দিন মন কি তোমার হাতের নাটাই তোমার কাছে আমার ঋণ মন হারালেও মনের মানুষ হারে না। তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা। ডাইনে তোমার চাচার বাড়ি বায়ের দিকে পুকুরঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়েনা । (Daine tomar chac h ar bari)

আমার একটা নদী ছিল (amar ekta nodi chilo by Pothik Nobi)

নদীর জল ছিলনা... হো... হো... ও... ও... নদী... নদীর জল ছিলনা কূল ছিল না ছিল শুধু ঢেউ... আমার একটা... আমার একটা নদী ছিল জানলোনা তো কেউ এই খানে এক নদী ছিল জানলোনা তো কেউ নদীর জল ছিলনা কূল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা... আমার একটা নদী ছিল জানলোনা তো কেউ এই খানে এক নদী ছিল জানলোনা তো কেউ নদীর জল ছিলনা কূল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা... আমার একটা নদী ছিল জানলোনা তো কেউ   সেই ঢেউয়েতে ভেসে ভেসে নৌকা হেথায় এলাম শেষে ওহো আহা আহা এহে এহে সেই ঢেউয়েতে ভেসে ভেসে নৌকা হেথায় এলাম শেষে ওহো আহা আহা এহে এহে এখন আমি সাঁতার কাটি সাঁতার ভোলা কেউ আমার একটা... আমার একটা নদী ছিল জানলোনা তো কেউ এই খানে এক নদী ছিল জানলোনা তো কেউ নদীর জল ছিলনা কূল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা...   বাঁক ছিল তার শাঁখে শাঁখে হো... হো শাঁখে শাঁখে বাঁকে বাঁকে বাঁক ছিল তার শাঁখে শাঁখে হো... হো শাঁখে শাঁখে বাঁকে বাঁকে বাঁকে বাঁকে জমলো মেলা ও সে বাঁকে বাঁকে জমলো মেলা মেলার ভীড়ে একলা একা সুজন হারা কেউ আমার একটা... আমার একটা নদী ছিল জানলোনা তো কেউ এই খানে এক নদী ছিল জানলোনা ত

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

সখী , ভাবনা কাহারে বলে । সখী , যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী ,  'ভালোবাসা' 'ভালোবাসা'--- সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় । সে কি কেবলই চোখের জল?  সে কি কেবলই দুঃখের শ্বাস?  লোকে তবে করে কী সুখেরই  তরে এমন দুঃখের আশ । আমার চোখে তো সকলই শোভন,  সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ , শ্যামল কানন, বিশদ জোছনা  কুসুম কোমল--- সকলই আমার মতো।  তারা কেবলই হাসে, কেবলই গায়,  হাসিয়া খেলিয়া মরিতে চায়--- না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।  ফুল সে হাসিতে হাসিতে ঝরে ,  জোছনা হাসিয়া মিলায়ে যায় ,  হাসিতে হাসিতে আলোকসাগরে  আকাশের তারা তেয়াগে ক়ায়।  আমার মতন সুখী কে আছে । আয় সখী , আয় আমার কাছে--- সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।  প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসবি তোরা।  একদিন নয় বিষাদ ভুলিয়া,  সকলে মিলিয়া গাহিব মোরা ।। ( Sokhi vabona kahare bole)