Posts

Showing posts from November, 2018

সরলতার প্রতিমা- খালেদ (sorolotar protima by khaled) lyrics

তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন ও গতি সে কি তোমার অজানা রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া শ্রাবন বেলায় তোমার কথা ভেবে বিষন্ন এ মন আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরন রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া লাগে না লাগে না জোড়া।

আমার পরান যাহা চায় (Amaro porano jaha chay - Ravindra Sangeet Lyrics)

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো।। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও- আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো।। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস। যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পায় গো।।