Posts

Showing posts from November, 2016

সে যে বসে আছে- অর্নব (se je bose ache by Arnob)

সে যে বসে আছে একা একা রঙ্গীন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে। তার গুণগুণ মনে গান বাতাসে ওড়ে কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে। তার গুণগুণ মনের গান বৃষ্টি নামায় টপটপ ফোঁটা পড়ে অনেকক্ষণ, সেই বৃষ্টিভেজা মনে দাগ দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন। সে যে বসে আছে … সে যে বসে আছে সে যে বসে আছে … সে যে বসে আছে।

রাজাহীন রাজ্য- শূন্য (Rajahin rajjo by shunno)

চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল গড় বর্ণহীন রংধনু চাইলে তুমি বুনতে পার স্বপনের রঙিন জাল যদি নাওবা থাকে স্বপ্ন অপূর্ন চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে চাইলে তুমি দিনকে বলতে পার চাঁদের কারাগার ঝরাতে পারো অশ্রু উত্তপ্ত সূর্য হতে যদি চাও তুমি গুনতে পার অগনিত তারা মুছে দিতে পার তুমি রাতের অন্ধকার চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি| চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে– মরি হায়, হায় রে ও মা, অঘ্রানে তোর ভরা খেতে, আমি কী দেখেছি মধুর হাসি।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,– কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো- মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি|

আমার সোনার বাংলা- জেমস (amar sonar bangla by James)

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি, তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড় শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম

সেই তুমি (চল বদলে যাই)- আইয়ুব বাচ্চু (sei tumi by LRB)

সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে —- চল বদলে যাই তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায় ।। কতরাত আমি কেদেছি, বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায় ।। যতবার ভেবেছি ভুলে যাবো, আরও বেশী মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলি, ভুলে যেতে আামি পারিনা তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায় ।।