বসন্ত এসে গেছে- অনুপম রায় (Bosonto ese geche by Anupam Roy)

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা,
কারা যে ডাকিল পিছে,
বসন্ত এসে গেছে ।
মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই,
মরমে উঠিল বাজি,
বসন্ত এসে গেছে ।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে,
মাথা নত করে রব;
বসন্ত এসে গেছে ।
কবলের নব নীল মনের গোপনে,
বাজে ওই বাজে ওই বাজে ওই ।
পলাশের নেশা মাখি চলেছি দুজনে,
বাসনার রঙ-এ মিশি শ্যামলে-স্বপনে,
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, 
বসন্ত এসে গেছে ।
পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা 
দখিনা পবনে দোলে,
বসন্ত এসে গেছে 
কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু,
আবেগে কাঁপিছে আঁখি,
বসন্ত এসে গেছে ।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে,
মাথা নত করে রব;
বসন্ত এসে গেছে ।
এই বসন্তে অনেক জন্ম আগে,
তোমায় প্রথম দেখেছিলেম আমি,
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে,
সেই বসন্ত এখন ভীষণ দামী,
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে ।

Comments

Popular posts from this blog

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)