এই মেঘলা দিনে একলা- হেমন্ত মুখার্জি/অনুপম রায় (ei meghla dine ekla by Hemanta/Anupam)

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।

যুঁথী বনে ঐ হাওয়া
করে শুধু আসা যাওয়া।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।

শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন।

আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে।
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।

Comments

Unknown said…
এই গানটি আমার সব চেয়ে প্রিয় গান �� I like all songs of Anupam Roy.��

Popular posts from this blog

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)