চলো না হই উদাসি (cholo na hoi udashi)

আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি
বন্ধুর ও বাড়ির জালালী কবুতর
আমার ও বাড়ি আসে রে(২)
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
খায় আর, খায় আর, খায় আর বাক বাকুম
করে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি
চলো না হই উদাসি
আঙ্গুল ও কাটিয়া কলম ও বানাইলাম,
নয়নের জল করলাম কালি রে(২)
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
পাঠাইলাম,পাঠাইলাম,পাঠাইলাম সোনা বন্ধুর
নামে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি…

Comments

Unknown said…
who was written in this song lyrics??

Popular posts from this blog

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)