চতুর্থ মাত্রা Choturtho Matra by Tahsan
আজ ঘুম থেকে উঠে দেখি
পৃথিবীর অপর পাশে,
অন্য কোন দেশে আমার ঘর
আমি অন্য কেউ, অন্য কোথাও
ভুলে যাব আমি আমাকে নতুন এক জীবনে
আবার ফিরে সাজাবো আমায়
ভুলগুলোকে মুছে আবার
সেই নতুন দেশে
নতুন কোন বেশে আমার ঘর
যে ভবে অলস হৃদয় জানেনা কাঁদতে
আর কাঁদাতে পারে না কাউকে
কোন স্বপ্ন সাজাব না , কারো স্বপ্নে জড়াব না
নিরবতার আবরণ … আমার আকাঙ্ক্ষাহীন জীবন ।।
Comments