এই যাদুটা যদি সত্যি হয়ে যেত (Ei jaduta jodi sotti hoye jeto by Samina Chowdhury)
এই যাদুটা যদি সত্যি হয়ে যেত
তাহলে আমি তা শিখে নিতাম
প্রথমেই আমি তাকে যাদু করতাম।।
কামনার আঁখিতে আমাকে বেধে সে ধরা দেয় না
হৃদয়ে ঝড় তুলে ভালবাসি বাসি ভালবাসে না।
যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম।
তবে ভেল্কিতে তার দৃষ্টি পাখিটা ধরতাম
প্রথমেই আমি তাকে যাদু করতাম
ছলনার বাঁশীতে আমাকে ডেকে সে দূরে সরে যায়
ভাবনায় মিশে গেলে ছলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়।
যদি জানতাম সম্মহোনের মন্ত্রটা।
তবে মন্ত্র দিয়ে মন পিঞ্জরে ভরতাম
প্রথমেই আমি তাকে যাদু করতাম।।
Comments