ওই ঝিনুক ফোটা (Oi jhinuk fota sagor belay by Samina Chowdhury)

ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়
আমার ইচ্ছে করে
আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায়
তোমার হাতটি ধরে।।

আকাশ থেকে ফেলবে ছায়া
মেঘের ভেসে যাওয়া
শোনবো দুজন কি বলে যায়
উদাস দখিন হাওয়া
দূরের ঐ গাংচিলেরা নামবে জলের পরে।।

আমার চোখে চোখটি ছুয়ে
বলবে কথা তুমি
পাখি ডানায় বৃষ্টি রেখে শুনবো নীরব আমি।
বুকের সব ইচ্ছে গুলো বাজবে নতুন সুরে।।

Comments

Unknown said…
এখানে একটি ভুল আছে । "পাখির" ডানায় "দৃষ্টি" রেখে হবে
Unknown said…
'শুনবো দুজন কি বলে যায়'
Subrato Saha said…
When some one goes to honeymoon to a sea beach, it is a perfect song to sing on the spot. If they make a video at that time, they may keep it for showing their future generation.

Popular posts from this blog

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা (dhono dhanne pushpe vora)